মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৮:২৮ অপরাহ্ন

শিরোনাম :

মধ্যরাতে রাজধানীর সড়কে ঝরল পাঁচ প্রাণ

রাজধানীর দুই পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার দিবাগত মধ্যরাতে রাজধানীর উত্তরা ও কাফরুল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট থানা-পুলিশ এসব দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে আজমপুর মোড়ে সড়কে দাঁড়িয়ে থাকা তিনজন পথচারীর উপর একটি ট্রাক উঠে যায়।

এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। আহতাবস্থায় অপরজনকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে মারা যান তিনি। রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
জানা গেছে, ট্রাকটি জব্দ করা হয়েছে এবং নিহতদের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অন্যদিকে একই রাতে, কাফরুল থানাধীন বিজয় সরণি লিংকরোডে মাইক্রোবাসের সঙ্গে দ্রুতগামী একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই যুবক নিহত হন। বিষয়টি নিশ্চিত করেছেন কাফরুল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জান্নাতুল ফেরদৌস বাদল। তিনি জানান, ট্রিপল নাইন (৯৯৯) এর ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দু’জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা দু’জনকেই মৃত ঘোষণা করেন।

এসআই বাদল আরও জানান, নিহত দু’জনের মাথায় কোনও হেলমেট ছিল না। তাদের পরনে ছিল হাফপ্যান্ট ও গেঞ্জি।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও মাইক্রোবাসটি কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে।উভয় ঘটনায় নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024