Editor Panel
- ২৮ জুন, ২০২৫ / ৭১ Time View
সিলেট সীমান্ত দিয়ে এবার ১৪ রোহিঙ্গা নাগরিককে পুশইন করেছে বিএসএফ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার বাগছড়া নামক সীমান্ত এলাকা থেকে বিজিবি লালাখাল বিওপির টহল দল তাদেরকে আটক করে।
বিজিবি ১৯ ব্যাটালিয়ন সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ভারতের জালিয়াখোলা বিএসএফ ক্যাম্প সংলগ্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ১৪ রোহিঙ্গা নাগরিককে ঠেলে পাঠায় বিএসএফ। খবর পেয়ে বিজিবি তাৎক্ষনিক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন তারা বাস্তুচ্যূত মিয়ানমার নাগরিক। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী, ৩ জন ছেলে শিশু ও ৩ জন মেয়ে শিশু রয়েছে।বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার পিএসসি জানান, সীমান্তে নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা সজাগ রয়েছে। সীমান্ত দিয়ে পুশইন ঠকাতে বিজিবির টহল জোরদার করা হয়েছে।