মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ০১:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
ইরানের হামলায় জ্বলছে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার, নিহত ৩ জি-৭ সম্মেলন থেকে আগেভাগেই দেশে ফিরলেন ট্রাম্প এবং রুবিও:ইসরায়েল-ইরান সংঘাত খামেনিকে হত্যা করলে সংঘাত শেষ হবে: নেতানিয়াহু নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে হবে: সারজিস উপকূলীয় এলাকায় দমকা হাওয়া, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত শপথের সুযোগ নেই, পরিপক্ব আচরণ প্রত্যাশা করি: আসিফ মাহমুদ গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ইরানের আকাশেই তাদের দুই যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইসরায়েলের তেহরানের পূর্ব-পশ্চিমাঞ্চলে ব্যাপক বিস্ফোরণ এখনো ফ্যাসিবাদী শক্তির হাত থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত নয়: তারেক রহমান

শেখ হাসিনা আবারও বর্বর শাসন ফিরে পেতে মরিয়া: রিজভী

অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টাই সমালোচনা সহ্য করতে পারেন না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, ‘অবাক সুষ্ঠু নির্বাচন, বিচারবিভাগের স্বাধীনতা ও আইনের শাসন আমাদের নিশ্চিত করতে হবে। এই দেশে রাজনৈতিক আন্দোলন বিক্ষোভ যাই হোক না কেন, তা দমনে পুলিশের গুলি ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। এখন থেকে কোন বর্বর শাসন, বর্বর আইন প্রতিষ্ঠা করা যাবে না।

’ 

সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘সমালোচনা করলে অনেক উপদেষ্টাই খেপে যান। গণতন্ত্রে বিরোধী দল সমালোচনা করবে। এর মধ্য দিয়ে সরকার সংশোধন হবে।

সমালোচনা নিতে না পারলে, পদত্যাগ করে  রাজনৈতিক দল গঠন করুন। ’ 

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশ থেকে উস্কানি দিচ্ছেন দাবি করে তিনি বলেন, ‘শেখ হাসিনা আবারও তার বর্বর শাসন ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছেন। পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়ে তিনি নেতা-কর্মীদের নানা রকম চক্রান্ত ও উস্কানিমূলক কাজের নির্দেশ দিচ্ছেন। এখন জনগণের সাড়া না পেয়ে অনলাইনে হরতাল অবরোধ করছে আওয়ামী লীগ।

 

রুহুল কবির রিজভী বলেন, ‘এমন সংস্কার করতে হবে যাতে কোন সরকারই রক্তচক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে। ’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024