Editor Panel
- ২৩ জুন, ২০২৫ / ৫৪ Time View
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলাকে ভিত্তিহীন উল্লেখ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
ক্রেমলিনে শুরু হওয়া বৈঠকের শুরুতেই পুতিন বলেন, ‘‘ইরানের ওপর যে আক্রমণ চালানো হয়েছে তার কোনো যৌক্তিকতা নেই। রাশিয়া সব সময় ইরানি জনগণের পাশে আছে এবং থাকবে।
বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে রাশিয়ার সমর্থনের জন্য পুতিনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘‘রাশিয়া ইতিহাসের সঠিক পাশে রয়েছে। ’’
আরাকচি আরও জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান পুতিনের প্রতি তাদের শুভেচ্ছা ও শুভকামনা পাঠিয়েছেন।
আলজাজিরা