বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
সোমবার সকালে শহীদ শ্রাবণের বাড়ি ফুলগাজী থানার আনন্দপুরে গিয়ে কবর জিয়ারত করেন তিনি। এ সময় তিনি শ্রাবণের বাবা আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেন এবং পরিবারের খোঁজ নেন।
কবর জিয়ারত শেষে আমিরে জামায়াত বলেন, শ্রাবণের মতো বীর সন্তানদের জন্যই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।
এসময় তিনি আরও বলেন, তারা যে স্বপ্ন নিয়ে লড়াই করেছিল, সেসব স্বপ্ন বাস্তবায়নে জামায়াতে ইসলামী সর্বোচ্চ চেষ্টা করবে। শহীদদের পরিবারের চোখের পানিতে আল্লাহ হাসিনার পতন কবুল করেছে বলে জানান তিনি।
এর আগে তিনি ফেনী পৌরসভার সুলতানপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত এক সনাতন ধর্মাবলম্বী পরিবারকে ঘর উপহার প্রদান করেন।