বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
রবিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উপাচার্য নিয়াজ আহমদ খানকে উদ্ধৃত করে বলা হয়, গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মৃতি রক্ষার্থে বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই স্মৃতি সংগ্রহশালা’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধীরে ধীরে এটিকে পূর্ণাঙ্গ জাদুঘরে রূপান্তরের পরিকল্পনা আছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ আবু সাঈদের মা মোছা. মনোয়ারা বেগম এবং শহীদ ওয়াসিম আকরামের বাবা শফিউল আলম উপাচার্যের কাছে এসব জিনিসপত্র হস্তান্তর করেন।
উপাচার্য বলেন, “আমরা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে শহীদ পরিবারকে সম্পৃক্ত করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদের পাশাপাশি কোষাধ্যক্ষ, চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন, প্রক্টর ও এবং প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক এবং আবু সাঈদ এবং ওয়াসিমের পরিবারের সদস্যরা।