Editor Panel
- ২১ জুন, ২০২৫ / ১৭১ Time View
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এ উন্মত্ততা যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে। শুক্রবার এ কথা বলেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়।
এরদোয়ান বলেন, দুঃখজনকভাবে গাজায় চলমান গণহত্যা ও ইরানের সঙ্গে সংঘাত খুব দ্রুত এমন এক পর্যায়ে পৌঁছাচ্ছে, যেখান থেকে আর ফিরে আসার পথ নেই। এই উন্মত্ততা যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে।
তিনি সতর্ক করে বলেন, এই সংঘাতের পরিণতি আগামী বহু বছর ধরে শুধু এই অঞ্চলেই নয়, বরং ইউরোপ ও এশিয়ার ওপরও প্রভাব ফেলতে পারে।