Editor Panel
- ২১ জুন, ২০২৫ / ১৭১ Time View
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘর্ষের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। শুক্রবার ইরানের উত্তরাংশে ৫.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
শুক্রবার এ কথা জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। একই সময়ে বারবার বিমান হামলা চালিয়ে ইরানে আক্রমণ করছিল ইসরায়েল।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ৫.২ মাত্রা পরিমাপ করা ভূমিকম্পটির উৎপত্তি ইরানের সেমনান শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার (২৩ মাইল) দক্ষিণ-পশ্চিমে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে।
রাজধানী তেহরানের বাসিন্দারাও ভূ-কম্পন টের পেয়েছেন। এ সময় তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকের মধ্যে শঙ্কা তৈরি হয় ইসরায়েলি হামলার কারণে মাটি কেঁপে উঠেছে।
তবে পরবর্তীতে জানা যায়, ভূমিকম্প আঘাত হেনেছে। যেটির প্রভাব দেশের বিভিন্ন জায়গায় পড়েছে।ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র : আল আরাবিয়া