Editor Panel
- ১৯ জুন, ২০২৫ / ৪৫ Time View
টানা ষষ্ঠ দিনের মতো দখলদার ইসরায়েলি ভূখণ্ডে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। বৃহস্পতিবার সকালেও নতুন করে ইসরায়েলে কয়েক ডজন মিসাইল হামলা চালিয়েছে দেশটি। ইরানের ব্যালিস্টিক মিসাইলের আঘাতে ইসরায়েলের বি’র সেভা এলাকার সোরোকা হাসপাতাল ব্যাপক ক্ষতিগ্রস্তু হয়েছে। এছাড়া, দখলদারদের ভূখণ্ডের হোলন এলাকাতেও মিসাইল হামলা চালানো হয়েছে।
এতে করে ২০ জনের বেশি ইসরায়েলি হতাহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এ মিসাইল হামলার কারণে ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিজার খবরে এ তথ্য জানানো হয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে ইসরায়েলি প্রধানমন্ত্রী লেখেন, সকালে ইরান সোরোকা হাসপাতাল এবং মধ্য ইসরায়েলে বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে। এর জন্য তেহরানকে চরম মূল্য দিতে হবে।
এদিকে, সোরোকা হাসপাতালে ইরানের ব্যালিস্টিক মিসাইলের ঘটনাকে যুদ্ধপরাধ বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাৎজ।
এছাড়া, হাসপাতালটিতে হামলার মাধ্যমে ইরান রেড লাইন অতিক্রম করেছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো।
সূত্র : আল-জাজিরা