রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের রাজনীতিতে ‘গেম চেঞ্জার’ হতে পারে জামায়াতের মহিলা বিভাগ সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা আলামত জব্দ জুলাই স্মৃতি জাদুঘরে থাকবে ১৬ বছরের দুঃশাসনের চিত্র আজ রাতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত: আব্দুল হালিম আল্লাহর আইন প্রতিষ্ঠায় মাঠে ওলামাদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে: হামিদুর রহমান আযাদ শেষ ওভারের নাটকীয়তার পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফ এক মাস স্থগিত: নৌ উপদেষ্টা পিআর পদ্ধতিতে ভোট হলে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা আছে: মান্না ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে: জামায়াত আমির

ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ুক, চায় না অধিকাংশ মার্কিনি

ইরান এবং ইসরায়েলের সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ুক এমনটা চায় না অধিকাংশ মার্কিনি। গবেষণা প্রতিষ্ঠান ইউগভের এক জরিপে দেখা গেছে যে, প্রায় ৬০ শতাংশ আমেরিকান মনে করেন যে, চলমান যুদ্ধে মার্কিন সেনাবাহিনীর জড়িয়ে পড়া উচিত নয়।

মাত্র ১৬ শতাংশ মানুষ মার্কিন সম্পৃক্ততার পক্ষে। অপরদিকে ২৪ শতাংশ বলছেন, তারা এখনো এ বিষয়ে কিছু ভাবেননি।

এদিকে ডেমোক্র্যাটদের মধ্যে ৬৫ শতাংশ মার্কিন হস্তক্ষেপের বিরোধিতা করেছেন এবং রিপাবলিকানদের মধ্যে এই হার ৫৩ শতাংশ। প্রায় ৬১ শতাংশ স্বতন্ত্র সদস্য এই পদক্ষেপের বিরোধিতা করেছেন।

জরিপে আরও দেখা গেছে যে অর্ধেক আমেরিকান ইরানকে মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রু হিসেবে দেখেন, যেখানে ২৫ শতাংশ বলেছেন যে এটি বন্ধুত্বপূর্ণ নয়।

এদিকে জরিপে অংশ নেওয়া অর্ধেক মার্কিনের মতে, ইরান যুক্তরাষ্ট্রের শত্রু। আর ২৫ শতাংশ বলেছেন, দুই দেশের সম্পর্ক ‘বন্ধুসুলভ নয়’।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024