বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
অনুশীলনের জন্য দরকার হলে রিহার্সাল নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা ভোটের দিন ইন্টারনেট সচল রাখতে করণীয় নির্ধারণের নির্দেশ কুমিল্লা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত উন্নয়নের নামে প্রতারণা করে ক্ষমতায় ছিল স্বৈরাচারী সরকার : রিজভী হাসিনার কল রেকর্ড ফাঁস : ‘এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি’ ফুলিয়ে ফাঁপিয়ে অতীতের মতো রেজাল্ট দেয়া হবে না: শিক্ষা উপদেষ্টা নদীগুলোর পানি কমবে না, আগামীকালও ভারী বৃষ্টির আভাস-ফেনীর বন্যা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়ার নির্দেশ দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর এখনো অনেক সুযোগ রয়েছে: ভুটানি রাষ্ট্রদূতকে ড. ইউনূস যারা মাদরাসা শিক্ষার টুটি ধরতে চায় তাদের বিরুদ্ধে আন্দোলন চলবে: ধর্ম উপদেষ্টা

ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চারের আহ্বান শিবিরের

দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসন, জাতিগত নিধন এবং মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে মুসলিম বিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (১৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ আহ্বান জানান।

নেতারা বলেন, ইসরায়েলের বর্বর আগ্রাসন আন্তর্জাতিক আইন, মানবতা ও মুসলিম বিশ্বের অস্তিত্বের বিরুদ্ধে সরাসরি হুমকি। সম্প্রতি ইসরায়েল ধারাবাহিকভাবে মুসলিম বিশ্বে আগ্রাসন চালিয়ে যাচ্ছে, যার সর্বশেষ উদাহরণ ১৩ জুন ইরানের রাজধানী তেহরানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় একাধিক বিমান হামলা।

এতে ইরানের বিপ্লবী গার্ড প্রধান হোসেইন সালামি, সেনাপ্রধান মোহাম্মদ বাগেরি এবং অন্তত ছয়জন পারমাণবিক বিজ্ঞানী নিহত হন। ইসরায়েল সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে বোমা হামলা চালিয়ে তিন সাংবাদিককে হত্যা করে।

দলটির নেতারা বলেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থা বারবার ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের নিন্দা জানালেও কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। ওআইসি, আরব লীগসহ মুসলিম রাষ্ট্রগুলোর নীরবতা দখলদার বাহিনীর প্রতি এক ধরনের মৌন সম্মতির প্রকাশ, যা ভবিষ্যতে আরও ভয়াবহ সংকট তৈরি করতে পারে।

বিবৃতিতে ছাত্রশিবিরের নেতারা বর্বর ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে ইরানসহ মুসলিম উম্মাহর প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়, মানবাধিকার সংস্থা ও জাতিসংঘকে যুদ্ধাপরাধের বিরুদ্ধে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান ।

একই সঙ্গে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে মুসলিম উম্মাহর ন্যায্য অধিকারের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024