মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৮:৩৭ অপরাহ্ন

শিরোনাম :

সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করে নির্বাচন দিতে হবে: শফিকুল ইসলাম মাসুদ

রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করে নির্বাচনের আয়োজন করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

সোমবার (১৬ জুন) রাজধানীর গেন্ডারিয়া-ওয়ারী জোনে জামায়াতে ইসলামীর থানা ও ওয়ার্ড দায়িত্বশীল ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এই জামায়াত নেতা বলেন, একক কোনো দলের প্রতি আনুগত্যশীল না হয়ে জনগণের আকাঙ্ক্ষা বুঝে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে হবে।

ড. মাসুদ বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর গণতন্ত্রকামী সব দলের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকারের দায়িত্ব ছিল সংস্কার, গণহত্যার বিচার ও একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সর্বজন শ্রদ্ধেয়। তার প্রতি শ্রদ্ধা ও আস্থা থেকে জামায়াত বিশ্বাস করে, তিনি জাতির প্রত্যাশা পূরণে কাজ করবেন।

তিনি আরও বলেন, একক গোষ্ঠীভিত্তিক আনুগত্য জাতির প্রত্যাশা ব্যাহত করবে এবং ভয়াবহ ফ্যাসিবাদ উত্থানের আশঙ্কা তৈরি হবে। তাই সরকারের উচিত জনগণের মুখ ও চোখের ভাষা বোঝা।

দলীয় দায়িত্বশীলদের উদ্দেশে তিনি বলেন, ইসলামী সমাজ বিনির্মাণে অতীতের তুলনায় আরও বেশি ত্যাগ ও কোরবানির জন্য প্রস্তুত থাকতে হবে। মহান আল্লাহ প্রদত্ত ইসলামী বিধান অনুসরণ করেই জাতির মুক্তি সম্ভব।

দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. আব্দুল মান্নান। এছাড়াও মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য মাওলানা মীর আমিরুল ইসলাম, রুহুল আমিন, গোলাম আজম, কামরুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024