মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

শিরোনাম :

জামায়াতের সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তিন সদস্যের একটি প্রতিনিধিদলের বৈঠক হয়েছে। সোমবার (১৬ জুন) সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন-দলের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ এবং ইউরোপে জামায়াতের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।

প্রতিনিধিদলের সদস্যরা জামায়াতে ইসলামীর সাংগঠনিক কাঠামো, কর্মপদ্ধতি, তৃণমূল পর্যায়ে উপস্থিতি এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানতে চান।

দলটির পক্ষ থেকে গঠনমূলক ও দায়িত্বশীল রাজনীতির ধারাবাহিকতার বিষয়টি তুলে ধরা হলে প্রতিনিধিদল তা প্রশংসা করে এবং ভবিষ্যতে মানবাধিকার রক্ষায় জামায়াতের আরও কার্যকর ভূমিকা রাখার আশা প্রকাশ করে।

বৈঠক শেষে প্রতিনিধিদলটি জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং দলের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রতিনিধিদলে ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক এনজিও ‘নো পিস উইদাউট জাস্টিস’-এর সেক্রেটারি জেনারেল নিকোলো ফিগা তালামাঙ্কা, ইন্টারন্যাশনাল ল’ইয়ার অ্যান্ড অ্যাকাউন্টাবিলিটি এক্সপার্ট পাসকাল টারলান এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক পরিচালক ও আন্তর্জাতিক মানবাধিকার আইন বিশেষজ্ঞ আব্বাস ফয়েজ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024