বুধবার, ০৯ Jul ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

সংস্কার ও বিচার ছাড়া কোনো নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না

নির্বাচনের আগে কাঙ্ক্ষিত রাষ্ট্রীয় সংস্কার এবং জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান না হলে দেশের কোনো নির্বাচনই বিশ্বাসযোগ্য হবে না। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

শনিবার (১৪ জুন) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর পূর্ব থানা জামায়াত আয়োজিত তীব্র তাপদাহে তৃষ্ণার্ত পথচারী ও শ্রমিকদের মাঝে সুপেয় পানি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. রেজাউল করিম বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতনের পর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। কিন্তু সেই সরকারের কার্যক্রমকে ব্যর্থ করতে পতিত স্বৈরাচারের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। রাষ্ট্র সংস্কারের পথে তারা বাধা সৃষ্টি করছে।

জামায়াতের এই নেতা আরও বলেন, শুধু ক্ষমতার হাতবদলের জন্যই জুলাই-আগস্ট বিপ্লব হয়নি। এ বিপ্লবের মূল লক্ষ্য ছিল রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা। তাই কেবল নির্বাচন নয়, বরং তার পূর্বে রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার এবং বিচার নিশ্চিত করাই হবে গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান শর্ত।

তিনি বলেন, জামায়াত একটি গণমুখী, কল্যাণকামী ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। দেশের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে জামায়াত সবসময় অগ্রসৈনিকের ভূমিকা রেখেছে এবং প্রাকৃতিক দুর্যোগেও সাধারণ মানুষের পাশে থেকেছে।

তীব্র দাবদাহে বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের আত্মসচেতন ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সুপ্ত মানবতাবোধ নিয়ে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা সাধ্যমতো খরায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান। আমাদের এই কর্মতৎপরতায় যদি কেউ সামান্য উপকার পান, সেটাই আমাদের বড়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর পূর্ব থানা জামায়াতের আমির মশিউর রহমান। উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি আনিসুর রহমানসহ ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024