শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু মারা গেছেন

বাংলাদেশের প্রবীণ রাজনীতিবিদ ও গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (১৫ জুন) বিকেল ৫টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

গণফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মোস্তফা মোহসীন মন্টু অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। শেষ মুহূর্তে ছিলেন লাইফ সাপোর্টে। বিকেল ৫টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মোস্তফা মোহসীন মন্টু ছিলেন একাধারে মুক্তিযোদ্ধা ও মধ্যপন্থি রাজনৈতিক আদর্শের প্রবক্তা। এক সময় আওয়ামী লীগের সংসদ সদস্য হলেও পরে তিনি গণফোরামের নেতৃত্বে যুক্ত হয়ে সংসদীয় গণতন্ত্র এবং সংলাপনির্ভর রাজনীতির পক্ষে সক্রিয় ভূমিকা রাখেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025