বুধবার, ০২ Jul ২০২৫, ০৭:২৯ পূর্বাহ্ন
রবিবার তেহেরানে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
গত বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ইসরায়েলের হামলার পর এই প্রথমবারের মতো জনসম্মুখে এলেন আরাগচি।
তিনি বলেন, ইরানের সাথে আমেরিকার পারমাণবিক চুক্তি হোক তা চায় না ইসরায়েল।
তিনি আরও বলেন, “যারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচির অধিকার থেকে ইরানকে বঞ্চিত করতে ইচ্ছুক, তাদের তা করার কোনও অধিকার নেই। ”
যুক্তরাষ্ট্রের সাথে আজকের ষষ্ঠ দফা আলোচনার বিষয়ে আরাগচি বলেন, “ইরান ‘আমেরিকানদের প্রয়োজনীয় আশ্বাস দিতে প্রস্তুত। ”
তিনি বলেন, “পূর্ববর্তী দফাগুলোর আলোচনায় আমেরিকানরা বেশ কয়েকটি প্রস্তাব পেশ করেছিল, যা আমাদের কাছে সম্পূর্ণরূপে গ্রহণযোগ্য ছিল না।
তিনি আরও বলেন, “এটি এখন সুস্পষ্ট হয়ে গেছে যে, ইহুদিবাদী সত্তা আমাদের যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তি বা কূটনৈতিক সমাধানে পৌঁছাতে দেখতে রাজি নয়।