মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৭:৩০ অপরাহ্ন

শিরোনাম :
ফেনীতে ভারী বর্ষণ, মুহুরীর পাড়ে ভাঙন, শহরে জলাবদ্ধতা বিএনপি মহাসচিবের সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নিরাপদ ও পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছে সরকার: রিজওয়ানা হাসান চট্টগ্রামে বহুতল ভবনে আগুন জরুরি অবস্থা আইন যেন রাজনৈতিক স্বার্থে ব্যবহার না হয়: বিএনপি আন্দোলনে ছাত্রদের আঁকা গ্রাফিতিই নতুন সংবিধান: নাহিদ ইসলাম জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের সম্মাননা দিলো সিলেট বিএনপি ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা সব সেক্টরে বহাল তবিয়তে রয়েছে’ সাত জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির শঙ্কা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের নামে নামকৃত চত্বর ও সড়ক উদ্বোধন

ড. ইউনূসকে বই ও কলম উপহার দিলেন তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তাকে উপহার ‍হিসেবে একটি কলম ও দুইটি বই দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৩ জুন) লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) ডোরচেস্টার হোটেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠকটি শুরু হয় এবং স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এই বৈঠক শেষ হয়। বৈঠক শেষে তারেক রহমান ডোরচেস্টার হোটেল ত্যাগ করেন  । প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের উপহার দেওয়া বইগুলো হলো- গ্রেটা থুনবার্গের ইতিহাস সৃষ্টিকারী বক্তৃতা সম্বলিত বই ‘নো ওয়ান ইজ টু স্মল টু মেক এ ডিফারেন্স’ ও কবি মোনা আরশি এবং কারেন ম্যাকার্থি উলফ সংকলিত ‘নেচার ম্যাটার্স’।বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে উপহারের বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে প্রধান উপদেষ্টাকে তারেক রহমানের দেওয়া উপহারের ছবিও যুক্ত করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024