বুধবার, ০৯ Jul ২০২৫, ০১:২৩ অপরাহ্ন

শিরোনাম :
অতীতে ক্ষমতাসীনরা মুক্তিযোদ্ধাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে: আব্দুস সবুর প্রশাসনিক স্থবিরতার কারণেই ‘মব কালচার’ বৃদ্ধি পাচ্ছে: রিজভী আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও থাকতে হবে: মির্জা ফখরুল প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা প্রধানের সাক্ষাৎ এনবিআর চেয়ারম্যানের কাছে ক্ষমা চেয়েছেন দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী আন্দোলনকারীদের ওপর গুলির নির্দেশ দিয়েছিলেন হাসিনা, অডিও বিশ্লেষণ করে জানাল বিবিসি সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ফেনীতে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা প্রধানমন্ত্রী-স্পিকারের আগে মাননীয় বলা থেকেই স্বৈরতন্ত্রের জন্ম: চীন-নেপাল সীমান্তে ভয়াবহ বন্যা, নিখোঁজ ২৮

আগে বিচার তারপর সংস্কার তারপর নির্বাচন: মজিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, আমরা বলেছি শুধু নির্বাচন নির্বাচন বললে হবে না, ভোট চাচ্ছেন কিন্তু ভোট যদি ভোটের মতো না হয় তাহলে হবে? তাই আমরা বলেছি, আগে বিচার তারপর সংস্কার তারপর নির্বাচন।

নাটোরের বাগাতিপাড়ায় মঙ্গলবার সকালে জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এক দায়িত্বশীল সমাবেশে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় শুধু আমরা না সাধারণ জনগণ দেখেছে আওয়ামী সরকার নির্বাচনের নামে জাতির সাথে তামাশা করেছে। ২০১৪ সালের বিনা ভোটে এমপি হয়ে পার্লামেন্টে গিয়েছে, ২০১৮ সালে দিনের ভোট নিশি রাতেই সেরে ফেলেছে, ২০২৪ সালের নির্বাচনে সাধারণ জনগণ ভোট কেন্দ্রে উপস্থিত হয়নি, ভোটারদের যাওয়া লাগেনি, এমনকি যারা গিয়েছে তাদের ভোটগুলো প্রার্থী আত্মীয়-স্বজনরা মেরে নিয়েছে, শুধু তাই না ২৪ এর নির্বাচনে প্রার্থী খুজে পাওয়া যায়নি।

ওরা নিজেরা নিজেদের মধ্যে ডামি প্রার্থী সাজিয়ে নির্বাচন করেছিলো। বিগত জালেম সরকার এটাও বলতো আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো। কিন্তু পক্ষান্তরে দেখা যেতো আমার ভোট আমি দেবো তোমার ভোটও আমি দেবো- এমনটাই ঘটেছিলো। সুতরাং জনগণ ও ছাত্ররা আর এমন নির্বাচন চায় না, অতীতে যা ঘটেছে তার পুনরাবৃত্তি হতে দেয়া যাবেনা।বাগাতিপাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা এ. কে. এম আফজাল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মো. জাকির হোসেন মাস্টারের সঞ্চালনায় উপজেলার বাগাতিপাড়া মহিলা ডিগ্রী কলেজের হল রুমে আয়োজিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোঃ ইউনুস আলী, জেলা সেক্রেটারী অধ্যাপক মোঃ সাদেকুর রহমান, সহ-সেক্রেটারী মো. আতিকুল ইসলাম রাসেল এবং নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নাটোর জেলা শাখার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম মহানগর দক্ষিণ শিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি,  শিবিরের সাবেক নাটোর জেলা সভাপতি মহসিন প্রমুখ।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024