সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
নির্বাচনে বিএনপিকে ছায়াশক্তির সঙ্গে লড়তে হবে: টুকু ১১ নভেম্বর পল্টন মোড়ে যৌথ সমাবেশ করবে ৮ দল ব্যবসার আড়ালে ৯৭ মিলিয়ন ডলার পাচার সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের অনুমোদন পদত্যাগের পর ধানমন্ডিতে থাকবেন উপদেষ্টা আসিফ মাহমুদ আমরণ অনশন তারেক রহমানকে দেখতে যাচ্ছেন বিএনপির সালাহউদ্দিন আহমদ মেহেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু পাঁচ ব্যাংকের শেয়ার মূল্য বিষয়ে গভর্নরের সিদ্ধান্ত চূড়ান্ত নয়: অর্থ উপদেষ্টা চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৩ মনোনয়ন পেয়ে আশার আলো দেখছেন ফজলুর রহমান নির্বাচনের দিন গণভোটে রাজি হওয়া বিএনপির রাজনৈতিক উদারতা: আমীর খসরু

মিয়ানমারে কয়েক ঘণ্টার ব্যবধানে ৪ ভূমিকম্প

মাত্র নয় ঘণ্টারও কম সময়ের ব্যবধানে অন্তত চারবার ভূমিকম্পে কেঁপেছে বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমার। মঙ্গলবার (১০ জুন) রাত ৩টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে আঘাত হানে এসব ভূকম্পন। রিখটার স্কেলে ভূমিকম্পগুলোর মাত্রা ছিল ৩ দশমিক ৮ থেকে ৪ দশমিক ৩ পর্যন্ত।

ভারতের জাতীয় ভূকম্পনকেন্দ্রের (এনসিএস) তথ্যমতে, প্রথম ভূমিকম্পটি আঘাত হানে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৩টা ১ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৯। উৎপত্তিস্থল ছিল শান রাজ্যের নানসাং শহর থেকে ২১৮ কিলোমিটার পশ্চিম-উত্তরপশ্চিমে।

দ্বিতীয় ভূকম্পনটি আঘাত হানে ভোর ৫টা ৩১ মিনিটে। এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যেল দিব্রুগড় থেকে ২৭৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৮।

পরের দুটি ভূমিকম্পের মাত্রাই ছিল ৪-এর ওপর। প্রথমটি আঘাত হানে বাংলাদেশ সময় বেলা ১১টা ২৮ মিনিটে। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর থেকে ১৫৩ কিলোমিটার দূরে। মাত্রা ছিল ৪ দশমিক ১।

আর সবশেষ বেলা ১১টা ৫১ মিনিটে আঘাত হানে ৪ দমমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্প। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর থেকে ১৬৩ কিলোমিটার দূরে।

তাৎক্ষণিকভাবে এসব ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025