শনিবার, ২১ Jun ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
জিএমপি কমিশনার আরও বলেন, বিদেশি খিত্তায় নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ নজর রয়েছে।
শনিবার সকাল ১০টায় ময়দানে অবস্থিত পুলিশ কন্ট্রোল রুমে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন জিএমপি কমিশনার।
সাংবাদিকদের উদ্দেশ্যে জিএমপি কমিশনার বলেন, যারা সংবাদপত্রে কাজ করেন, তারা যেন সঠিক সংবাদটি পরিবেশন করেন। তা না হলে মানুষের মধ্যে ভিভ্রান্তির সৃষ্টি হয়। মানুষ গুজব ছড়ায়। এ বিষয়ে সংবাদকর্মীদের একটু খেয়াল রাখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেটোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এনএম নাসিরুদ্দিন, উপ-পুলিশ কমিশানার বিশেষ শাখা (সিটিএসবি) মো. আলমগীর হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মো. ইব্রাহিম হোসেন খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) হাফিজুল ইসলাম, সহকারী উপ-পুলিশ কমিশানর, (টঙ্গী জোন) মেহেদী হাসান, সিআইডি গাজীপুর শাখার পরিদর্শক মোহাম্মদ আবুল মনসুর ও পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান প্রমুখ।