শনিবার, ২১ Jun ২০২৫, ১১:৩২ অপরাহ্ন

শিরোনাম :
সম্ভাব্য উত্তরসূরি নির্ধারণ করেছেন খামেনি পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের অধিকার ইরানের আছে: পুতিন দক্ষিণ-পশ্চিম ইরানে বিস্ফোরণের শব্দ মিরপুরে ছাত্রলীগের ৪ কর্মীকে বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার জামায়াত প্রতিশোধের রাজনীতি করে না, করবেও না: নূরুল ইসলাম বুলবুল দ্বীন কায়েমের প্রচেষ্টা ঐচ্ছিক নয়, মুমিনের ওপর ফরজ: জামায়াত আমির সুষ্ঠু, সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই: নায়েবে আমীর ডা. তাহের সহাবস্থানের মডেল হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: শফিকুল ইসলাম ‘দেশকে দারিদ্র্যমুক্ত করতে ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে’ শহীদদের দলীয়করণ করলে অবমূল্যায়ন করা হবে: ডা. জাহিদ

আখেরি মোনাজাতকে কেন্দ্র করে বিশেষ নজরদারিতে থাকবে ময়দান : জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেছেন, আগামীকাল রবিবার সকাল ৯টা থেকে সাড়ে নয়টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে বিশেষ নজরদারিতে থাকবে ইজতেমা ময়দান। ময়দানে কিংবা ময়দানের আশপাশ এলাকায় কোনো ধরনের অপ্রিতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে হকারদের লক্ষ্য রাখতে হবে।

তারা ব্যাগে কিংবা ঝুঁড়িতে কি নিয়ে আনে সে বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে। প্রতিটি চেকপোস্টে তল্লাশি করা হবে। হকার যাতে ঢুকতে না পারে সে বিষয়ে পদক্ষেপ নেয়া হয়েছে। 

জিএমপি কমিশনার আরও বলেন, বিদেশি খিত্তায় নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ নজর রয়েছে।

মুসল্লিদের সেবায় বেশ কিছু সড়ক-মহাসড়কে যানচলাচল বন্ধ থাকবে। এরমধ্যে ভগড়াবাইপাস, ধউর, তিনশ’ফিট এলাকায় সড়কে সকাল ৬টা থেকে গাড়ি ডাইভারড করে দেওয়া হবে, যাতে করে যান চলাচল মুক্ত থাকবে। এতে করে মুসল্লিরা পায়ে হেঁটে ময়দানে আসতে পারে। 

শনিবার সকাল ১০টায় ময়দানে অবস্থিত পুলিশ কন্ট্রোল রুমে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন জিএমপি কমিশনার।

 

সাংবাদিকদের উদ্দেশ্যে জিএমপি কমিশনার বলেন, যারা সংবাদপত্রে কাজ করেন, তারা যেন সঠিক সংবাদটি পরিবেশন করেন। তা না হলে মানুষের মধ্যে ভিভ্রান্তির সৃষ্টি হয়। মানুষ গুজব ছড়ায়। এ বিষয়ে সংবাদকর্মীদের একটু খেয়াল রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মেটোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এনএম নাসিরুদ্দিন, উপ-পুলিশ কমিশানার বিশেষ শাখা (সিটিএসবি) মো. আলমগীর হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মো. ইব্রাহিম হোসেন খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) হাফিজুল ইসলাম, সহকারী উপ-পুলিশ কমিশানর, (টঙ্গী জোন) মেহেদী হাসান, সিআইডি গাজীপুর শাখার পরিদর্শক মোহাম্মদ আবুল মনসুর ও পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024