শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে গিয়ে পুলিশ সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। সেখানে পুলিশ সদস্যদের খোঁজ-খবর নেন এবং তাদের জন্য আয়োজিত প্রীতিভোজের উদ্বোধন করেন উপদেষ্টা।

পরবর্তীতে তিনি একে একে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি), মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) এবং বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তর পরিদর্শন করেন।

এসব বাহিনীর সদস্যদের সঙ্গেও স্বরাষ্ট্র উপদেষ্টা ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রীতিভোজ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

দিবসের শেষভাগে বাংলাদেশ কোস্টগার্ড আয়োজিত প্রীতিভোজে অংশগ্রহণের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার ঈদ শুভেচ্ছা বিনিময় কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

এ সময় উপদেষ্টার সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী এবং সংশ্লিষ্ট বাহিনীগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025