Editor Panel
- ৮ জুন, ২০২৫ / ৭৭ Time View
ভারতে হঠাৎ করেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে। এছাড়া, নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৭৮ জন। এতে করে ভারতজুড়ে বর্তমানে ছয় হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত রয়েছেন।
রবিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের (এমওএইচএফডব্লিউ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৬৯ জন। যার মধ্যে কেরালায় সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এরপর যথাক্রমে আছে গুজরাট, পশ্চিমবঙ্গ ও দিল্লি।
বর্তমানে দেশটিতে সক্রিয় আক্রান্তের সংখ্যা ছয় হাজার ১৩৩ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় ৭৫৩ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত এক দিনে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে কর্ণাটকে দুজন, কেরালায় তিনজন ও তামিলনাড়ুতে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে, কেরালা, গুজরাট, পশ্চিমবঙ্গ, রাজস্থান ও দিল্লিতে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে।
কেরালায় ১৪৪ জন, গুজরাটে ১০৫ জন, পশ্চিমবঙ্গে ৭১ জন, গুজরাটে ২৪ জন এবং দিল্লিতে ২১ জন নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন। ভারতে মোট ৬,১৩৩ টি সক্রিয় করোনা আক্রান্তের মধ্যে কেরালাতেই ১,৯৫০ জন। সংক্রমণের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে রাজ্যটি।