Editor Panel
- ৮ জুন, ২০২৫ / ২০ Time View
এপ্রিল মাস জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য একেবারেই অযৌক্তিক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার চট্টগ্রামে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু বলেন, রমজান সংযমের মাস, এ মাসে মানুষ নামাজ কালাম করে, এছাড়া ওই সময় ঘূর্ণিঝডের সময়। আবার সেই সময়ে পরীক্ষা শুরু হবে।
সেই সময়টায় নির্বাচন করাটা তো একেবারেই অসম্ভব ব্যাপার। বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। ডিসেম্বরের পরে যাওয়ার কোনো যুক্তি নেই। সেপ্টেম্বর বা আগস্টের দিকেও করা যেতে পারে।
তিনি বলেন, এপ্রিলে নির্বাচনের সময়টা একেবারেই অযৌক্তিক এবং এটা কাদের স্বার্থে সেই প্রশ্নও এসে গেছে। আর এই লোকগুলোর স্বার্থ যদি অক্ষুণ্ন থেকে যায়, তবে আগামী নির্বাচন এই সরকারের অধীনে সুষ্ঠু হবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায়।