শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ০২:১১ অপরাহ্ন

বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় বায়তুল মোকাররমে বিশেষ মোনাজাত

পবিত্র ঈদুল আজহার সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ জুন) সকাল ৭টা ১০ মিনিটে ঈদের প্রথম জামাত শেষ হওয়ার পর সংক্ষিপ্ত খুতবা শেষে এই মোনাজাতের আয়োজন করা হয়।

প্রথম জামাতে ইমামতি করেন যাত্রাবাড়ীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী। মুকাব্বিরের দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম মো. আব্দুল হাদী।

মোনাজাতে বিশ্বের সব মুসলিমের ঐক্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহাবস্থান কামনা করা হয়। ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতিত মুসলিমদের জন্য বিশেষ দোয়া করা হয় এবং তাদের ওপর চলমান জুলুম-নির্যাতন থেকে মুক্তির জন্য আল্লাহর রহমত প্রার্থনা করা হয়।

এ ছাড়া দেশের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করে এবং দেশ ও জাতির অগ্রগতি ও কল্যাণের জন্য দোয়া করা হয়। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও উগ্রপন্থার বিরুদ্ধে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয় এবং ইসলামে শান্তি ও সহনশীলতার আদর্শ তুলে ধরা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025