শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
আজ শুক্রবার অমর একুশে বইমেলা ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে ডিএমপির নেওয়া নিরাপত্তা পরিকল্পনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, ‘নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা গ্রেফতার করেছি। তারা যদি কোনো প্রোগ্রাম করার প্রদক্ষেপ নেয় তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।
তিনি বলেন, ‘ঢাকা শহরের ট্রাফিক অবস্থা খুবই নাজুক। মানুষ খুবই কষ্ট করছে। আমার নিজেরও কষ্ট লাগে।
‘আমি তাদের বলবো আপনারা ছোট দাবি নিয়ে রাস্তা আটকায়েন না। আপনারা ফুটপাতে অবস্থান করুন।
তিনি বলেন, ‘রাজনৈতিক পটপরিবর্তনের পর আমরা আমাদের পেশাগত পরিবর্তন করেছি। আমি এবং আমাদের আইজিপি আপনাদের কাছে ক্ষমা চেয়েছেন। আমরা বলছি আমরা কাউকে মারতে চাই না এবং আমরাও মরতে চাই না।
শিক্ষার্থীদের ঘটনার সময় লাঠিচার্জ করতে আপনি নিষেধ করেছেন, কিন্তু শাহবাগে ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের ওপর কেন লাঠিচার্জ করা হলো- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এখানে লাঠিচার্জ করিনি, শুধু জলকামান দেওয়া হয়েছে।
অনেকে আশঙ্কা করছেন বইমেলায় ‘মব’ হতে পারে, এমন প্রশ্নে তিনি বলেন, ‘না; এমন কিছু হবে না। ব্যবস্থা নিয়েছি, এমন কিছুই হবে না। ’