বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হলে নষ্ট হওয়ার সুযোগ নেই: নূরুল ইসলাম বুলবুল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের ‘কফিন মিছিল’ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বো : হাসনাত ইসিকে সহযোগিতা করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ’ ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করে যে হুঁশিয়ারি দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট ষড়যন্ত্র করবেন না, দ্রুত নির্বাচন দিন : গয়েশ্বর ১০ দিনের মধ্যে সয়াবিন তেলের সংকট কাটবে : বাণিজ্য উপদেষ্টা এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ আমিরাতের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন- ব্রিগেঃ জেনারেল (অবঃ) আযমী

ফ্যাসিবাদের পুনর্বাসন রুখতে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে : ড. আবদুল কাদের

খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দীর্ঘ ১৬ বছরের জুলুম-নির্যাতনের পর হাজারো প্রাণ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা টিকিয়ে রাখতে হবে। এই অর্জনকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করতে দেওয়া যাবে না। ফ্যাসিবাদের পুনর্বাসন রুখতে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরার সাধারণ অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে মহানগরী মজলিস মিলনায়তনে অনুষ্ঠিত উক্ত মজলিসে শূরার অধিবেশনে ২০২৫-২০২৬ সেশনের জন্য শাখা পুনর্গঠন করা হয়।

অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমির শায়খুল হাদিস মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্ম মহাসচিব অধ্যাপক মো: আব্দুল জলিল, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ জহিরুল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় নির্বাহী সদস্য শায়খুল হাদিস মাওলানা আব্দুস সামাদ।

উপস্থিত শূরা সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৫-২০২৬ সেশনের জন্য খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি নির্বাচিত হন অধ্যাপক মাওলানা আজিজুল হক, সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোহাম্মদ আবুল হোসেন।

নবনির্বাচিত নির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মাওলানা নুরুল হক, মাওলানা ফারুক আহমদ ভূইয়া, আবদুর রহমান, ‍মুফতি সাইফুল হক, মল্লিক মোহাম্মদ কিতাব আলী, সহ-সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর আজাদ, কাজী আরিফুর রহমান, মোস্তাফিজুর রহমান ইরান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক সেলিম হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মনসুরুল আলম মনসুর, বায়তুলমাল সম্পাদক আবদুল হান্নান সরকার, দাওয়াহ বিষয়ক সম্পাদক মো: গিয়াস উদ্দিন, ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা শরীফ আহমদ উল্লাহ, দফতর সম্পাদক অ্যাডভোকেট এ এস এম সানাউল্লাহ, শ্রম বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ড. আনিসুর রহমান শিপলু, সমাজকল্যাণ সম্পাদক মো: শাহাব উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক এ বি এম শহীদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা মমতাজ বেগম, যুব ও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এনায়েত রাব্বি একরাম, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ড. মারুফ বিল্লাহ, সহ-বায়তুলমাল সম্পাদক হাফেজ শফিকুল ইসলাম, দেওয়ান আফসার মাহমুদ, সহ-ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা ফরিদ আহমদ হেলালী, নির্বাহী সদস্য মাওলানা মিজানুর রহমান, মোহাম্মদ হোসেন খান, হাবিবুল্লাহ মান্নান, নজরুল ইসলাম ভূঁইয়া, মাওলানা ওয়ালী উল্লাহ, মাওলানা শরীফ উদ্দিন, মোহাম্মদ নিজাম উদ্দিন, মুফতি ইয়াসিন ও খন্দকার রুহুল আমীন।

এছাড়াও ৩১ সদস্য বিশিষ্ট ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024