রবিবার, ১৫ Jun ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরানের একাধিক শহরে ফের ইসরায়েলের হামলা আটকে পড়া ইরানি হাজিদের সব ধরনের সহায়তার নির্দেশ সৌদি বাদশাহর । ইসরায়েলে দেড় শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান তেহরানে আবাসিক ভবনে ইসরায়েলের হামলায় নিহত ৬০ ইসরায়েলের হামলায় ইরানের আরও তিন পরমাণু বিজ্ঞানী নিহত উত্তরায় র‌্যাব পরিচয়ে ‘নগদ’ এজেন্টের কাছ থেকে কোটি টাকা ছিনতাই মামলার চাপ কমাতে আপস-মধ্যস্থতা বাধ্যতামূলক করা গুরুত্বপূর্ণ: আইন উপদেষ্টা পুলিশের কাছে রাইফেল থাকলেও মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কেটে গেছে: জাতীয়তাবাদী সমমনা জোট সরকার ও বিএনপির সমঝোতা রাজনৈতিক সংকট দূর করবে: ইসলামী আন্দোলন

নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই যেকোন একটা সময় হতে পারে: প্রেস সচিব

ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো একটা সময় ত্রয়োদশ জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার আলোচনার পর তিনি এই কথা জানান।

আলোচনার সূচনা করেন কমিশনের প্রধান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রাষ্ট্রীয় সংস্কারের বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিদ্যমান মতানৈক্য দূর করে একটি সর্বসম্মত কাঠামো তৈরি করার লক্ষ্যে এ আলোচনা হয়েছে।

সভার পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব বাইরে বেরিয়ে সাংবাদিকদের বলেন, ড. ইউনূস বারবার বিভিন্ন জায়গায় বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। সেটা ডিসেম্বরে হতে পারে, জানুয়ারিতে হতে পারে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে বা জুনে হতে পারে। তবে ৩০ জুনের পরে হবে না।

কমিশনের সভায় সব দলের উপস্থিতির জন্য তাদের প্রধান উপদেষ্টা ধন্যবাদ জানিয়েছেন উল্লেখ করে শফিকুল আলম বলেন, জাতীয় স্বার্থে সবাই একসঙ্গে আলোচনায় বসায় রাজনৈতিক দলকেগুলোকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

আগে তাদের মধ্যে কিছু বিষয়ে মতবিভেদ দেখা দিয়েছিল। দ্বিতীয় পর্বের আলোচনার উদ্দেশ্যই হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি করা।এর আগে ১৫ ফেব্রুয়ারি থেকে ১৯ মে পর্যন্ত প্রথম দফার সংলাপে মোট ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে কমিশন। প্রথম দফার আলোচনায় অংশগ্রহণকারী দলগুলো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করার বিষয়ে একমত প্রকাশ করলেও এই ব্যবস্থার কাঠামো, মেয়াদ এবং প্রধান উপদেষ্টা নিয়োগের পদ্ধতি নিয়ে মতপার্থক্য থেকে যায়।

সেই মতানৈক্য নিরসনের আশায়ই দ্বিতীয় দফার আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024