শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

ইসির সঙ্গে বৈঠকে জামায়াত

জামায়াতের নিবন্ধন ও প্রতীক ইস্যু নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল। সোমবার (২ জুন) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারেরর সঙ্গে এ বৈঠক শুরু হয়।

আদালতের রায়ের পরদিন দলটি আইনজীবীসহ রায়ের কপি নিয়ে এসেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও প্রতীক বিষয়ে আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর করণীয় বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে রোববারই নির্বাচন কমিশন জানিয়েছিল।

এ বৈঠকে সিইসি এএমএম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার, সচিব রয়েছেন ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের এ বৈঠক। টিমের অন্য সদস্যরা হলেন, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাড. মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাড. জসিম উদ্দিন সরকার এবং আইনজীবী অ্যাড. শিশির মনির

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025