মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ০১:০০ অপরাহ্ন

শিরোনাম :
ইরানের হামলায় জ্বলছে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার, নিহত ৩ জি-৭ সম্মেলন থেকে আগেভাগেই দেশে ফিরলেন ট্রাম্প এবং রুবিও:ইসরায়েল-ইরান সংঘাত খামেনিকে হত্যা করলে সংঘাত শেষ হবে: নেতানিয়াহু নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে হবে: সারজিস উপকূলীয় এলাকায় দমকা হাওয়া, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত শপথের সুযোগ নেই, পরিপক্ব আচরণ প্রত্যাশা করি: আসিফ মাহমুদ গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ইরানের আকাশেই তাদের দুই যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইসরায়েলের তেহরানের পূর্ব-পশ্চিমাঞ্চলে ব্যাপক বিস্ফোরণ এখনো ফ্যাসিবাদী শক্তির হাত থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত নয়: তারেক রহমান

জামায়াতের নিবন্ধন ও দাঁড়িপাল্লা প্রতীক বহাল: শিশির মনির

রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বাতিল হওয়া নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বাতিলের বিষয়ে সংক্ষিপ্ত আদেশ প্রকাশ করেছেন আপিল বিভাগ। রোববার (১ জুন) বিকেলে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ সই করার পর সংক্ষিপ্ত এই রায় নির্বাচন কমিশনে (ইসি) পাঠানো হয়। রায়ের সংক্ষিপ্ত কপিতে নির্বাচন কমিশনকে সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রায় প্রকাশের বিষয়টি সাংবাদিকদের জানান জামায়াতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, সুপ্রিম কোর্টের সংক্ষিপ্ত আদেশ অনুযায়ী জামায়াতের নিবন্ধন এবং দাঁড়িপাল্লা প্রতীক বহাল।

এর আগে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের বাতিল হওয়া নিবন্ধন অবৈধ ঘোষণার রায় বাতিলের বিষয়ে এর সংক্ষিপ্ত আদেশ প্রকাশ করেন আপিল বিভাগ। এর পর সেটি সংক্ষিপ্ত রায় নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এতে উল্লেখ করা হয়, জামায়াতের নিবন্ধন বাতিল সংক্রান্ত ২০১৩ সালের হাইকোর্টের রুল বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে দলটির সংবিধান ও নিবন্ধন বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এক ঐকমত্যপূর্ণ রায়ে বলেন, হাইকোর্ট বিভাগের রুল জারি করার যথার্থতা ছিল না। ফলে ‘স্ট্যাটাস কো অ্যান্টে’ বা পূর্বাবস্থা ফিরিয়ে আনা হয়েছে।

রায়ে বলা হয়, নির্বাচন কমিশন যেন জামায়াতের দলীয় সংবিধান, নিবন্ধন ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের পূর্ণাঙ্গ পর্যালোচনা করে নতুন করে সিদ্ধান্ত নেয়। আদালত এও নির্দেশ দিয়েছেন, রায়ের একটি সংক্ষিপ্ত কপি নির্বাচন কমিশনে পাঠাতে হবে।

এর ফলে ২০১৩ সালে হাইকোর্ট থেকে বাতিল হওয়া রেজিস্ট্রেশন রুল চূড়ান্তভাবে বাতিল হলো এবং দলটির ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024