রবিবার, ১৫ Jun ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরানের একাধিক শহরে ফের ইসরায়েলের হামলা আটকে পড়া ইরানি হাজিদের সব ধরনের সহায়তার নির্দেশ সৌদি বাদশাহর । ইসরায়েলে দেড় শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান তেহরানে আবাসিক ভবনে ইসরায়েলের হামলায় নিহত ৬০ ইসরায়েলের হামলায় ইরানের আরও তিন পরমাণু বিজ্ঞানী নিহত উত্তরায় র‌্যাব পরিচয়ে ‘নগদ’ এজেন্টের কাছ থেকে কোটি টাকা ছিনতাই মামলার চাপ কমাতে আপস-মধ্যস্থতা বাধ্যতামূলক করা গুরুত্বপূর্ণ: আইন উপদেষ্টা পুলিশের কাছে রাইফেল থাকলেও মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কেটে গেছে: জাতীয়তাবাদী সমমনা জোট সরকার ও বিএনপির সমঝোতা রাজনৈতিক সংকট দূর করবে: ইসলামী আন্দোলন

ছাত্রদল-বামজোটের কার্যক্রমকে ‘সন্ত্রাসী’ আখ্যা ছাত্রশিবিরের

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল ও বামপন্থি ছাত্রসংগঠনগুলোর কার্যক্রমকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার (৩১ মে) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা এক নতুন, ন্যায়ভিত্তিক ও নিরাপদ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু কিছু রাজনৈতিক সংগঠনের পুরনো ফ্যাসিবাদী রূপ বদলায়নি। ছাত্রদল ও বাম ছাত্রসংগঠনগুলো এখনো দেশব্যাপী সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক বাণিজ্য, নারী নির্যাতনসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।

তারা অভিযোগ করেন, ঢাকার সরকারি গ্রাফিক আর্টস কলেজ, কুয়েট, কক্সবাজার পলিটেকনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর হামলার মাধ্যমে ছাত্রদল অপরাজনীতি চালিয়ে যাচ্ছে। চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে শিবিরের ‘হেল্প ডেস্কে’ হামলা চালিয়ে তিনজন কর্মীকে আহত করেছে ছাত্রদল। একইভাবে চট্টগ্রাম ইসলামিয়া কলেজ ও রংপুরেও তাদের কার্যক্রমে বাধা দেওয়া হয়।

ছাত্রশিবিরের দাবি, ফরিদপুরে এক ছাত্রীকে নির্যাতন, আদাবর থানায় এক নারীকে হুমকি, এবং রাজধানীসহ বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের ঘটনায় ছাত্রদলের নেতারা জড়িত। অথচ তথাকথিত নারীবাদী সংগঠনগুলো এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে, যা পক্ষপাতদুষ্ট মানবাধিকার চেতনার বহিঃপ্রকাশ।

বিবৃতিতে আরও বলা হয়, নিষিদ্ধ ছাত্রলীগের মতোই ছাত্রদল এখন শিক্ষার্থীদের ওপর জোর-জুলুম চালাচ্ছে। ৩০ মে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কর্মসূচিতে অংশ না নেওয়ায় দুই নারী শিক্ষার্থীকে হল ছাড়ার হুমকি দেয় ছাত্রদল। পাশাপাশি বামজোটকে ব্যবহার করে ক্যাম্পাসে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তোলে ছাত্রশিবির।

উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলা হয়, রাজশাহী মহানগর ছাত্রদল নেতা আহনাফ তাহমিদ এবং ছাত্র ইউনিয়ন নেতা শাহরিয়ার ইব্রাহিমের বক্তব্য সন্ত্রাসের বৈধতা দিচ্ছে, যা সমাজের জন্য বিপজ্জনক।

 

ছাত্রশিবির হুঁশিয়ারি দিয়ে বলে, যদি ছাত্রদল ও বামজোট তাদের কর্মকাণ্ড থেকে সরে না দাঁড়ায়, আমরা ৩৬ জুলাইয়ের চেতনায় ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো। একই সঙ্গে লাল সন্ত্রাসীদের বিচারের আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানাই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024