বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হলে নষ্ট হওয়ার সুযোগ নেই: নূরুল ইসলাম বুলবুল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের ‘কফিন মিছিল’ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বো : হাসনাত ইসিকে সহযোগিতা করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ’ ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করে যে হুঁশিয়ারি দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট ষড়যন্ত্র করবেন না, দ্রুত নির্বাচন দিন : গয়েশ্বর ১০ দিনের মধ্যে সয়াবিন তেলের সংকট কাটবে : বাণিজ্য উপদেষ্টা এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ আমিরাতের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন- ব্রিগেঃ জেনারেল (অবঃ) আযমী

বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ১

জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে আবদুল লতিফ দুলু (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোলায়মান ( ৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শুক্রবার সকালে বগারচর ইউনিয়নের সারমারা নদীরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। আবদুল লতিফ দুলু ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় লোকজন ও পুলিশের সাথে কথা বলে জানা গেছে, সারমারা জিঞ্জিরাম নদীরপাড়ে জমির মালিকানা নিয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফদের প্রতিবেশী আযাহার গ্যাংয়ের সাথে জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। আজ সকালে আবদুল লতিফ দুলু ওই জমিতে রোপা আমন ধানের চাষে জমি তৈরির করার জন্য যান। এতে প্রতিবেশী আযাহার গ্যাং তাকে বাধা প্রদান করেন। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে আযাহার মিয়া আবদুল লতিফ দুলুর মাথায় বাশ দিয়ে আঘাত করেন। এতে আবদুল লতিফ দুলু ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, জমি নিয়ে দু’পক্ষের বিরোধে এ ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।

এ সম্পর্কে বক্তব্য জানতে আযাহারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024