মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ০১:০৪ অপরাহ্ন

শিরোনাম :
ইরানের হামলায় জ্বলছে ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার, নিহত ৩ জি-৭ সম্মেলন থেকে আগেভাগেই দেশে ফিরলেন ট্রাম্প এবং রুবিও:ইসরায়েল-ইরান সংঘাত খামেনিকে হত্যা করলে সংঘাত শেষ হবে: নেতানিয়াহু নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে হবে: সারজিস উপকূলীয় এলাকায় দমকা হাওয়া, সমুদ্র বন্দরে সতর্ক সংকেত শপথের সুযোগ নেই, পরিপক্ব আচরণ প্রত্যাশা করি: আসিফ মাহমুদ গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ইরানের আকাশেই তাদের দুই যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইসরায়েলের তেহরানের পূর্ব-পশ্চিমাঞ্চলে ব্যাপক বিস্ফোরণ এখনো ফ্যাসিবাদী শক্তির হাত থেকে গণমাধ্যম পুরোপুরি মুক্ত নয়: তারেক রহমান

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় শতাধিক প্রাণহানি

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের নাইজার রাজ্যের মোকওয়া শহরে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় অন্তত ১১১ জনের মৃত্যু হয়েছে। এতে হাজার হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। প্রতি বছরই প্রাণঘাতী ঝড় ও দুর্যোগে আক্রান্ত হয় দেশটি।

নাইজার রাজ্যের রাজধানী মিন্নায় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান হুসেইনি ইসাহ শুক্রবার জানান, অনেক মানুষ এখনও বিপদের মধ্যে রয়েছেন এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

নাইজার স্টেট এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মুখপাত্র ইব্রাহিম আওদু হুসেইনি জানান, আরও মরদেহ উদ্ধার করা হয়েছে যেগুলো এখনো গণনা করা হয়নি, তবে এখন পর্যন্ত ১১১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।

গত বুধবার গভীর রাতে টানা কয়েক ঘণ্টার প্রবল বর্ষণে মোকওয়ার বহু ঘরবাড়ি পানিতে ভেসে যায়। শহরের পার্শ্ববর্তী একটি ড্যাম ভেঙে পড়ায় পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে।

মোকওয়া শহরটি নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের ব্যবসায়ী এবং উত্তরাঞ্চলের কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল ও বাণিজ্য কেন্দ্র।

সেখানকার বাসিন্দা ২৯ বছর বয়সী সরকারি কর্মচারী মোহাম্মদ ট্যাঙ্কো জানান, তিনি নিজ বাড়ি থেকে অন্তত ১৫ জন প্রিয়জনকে হারিয়েছেন। সবকিছু ধ্বংস হয়ে গেছে, আমাদের কিছুই আর অবশিষ্ট নেই।

আরেকজন ৩৫ বছর বয়সী জেলে দানজুমা শাবা বলেন, তার ঘরবাড়ি ধসে পড়ায় তিনি এখন একটি গাড়ির পার্কিং এলাকায় রাত কাটাচ্ছেন। আমার থাকার মতো আর কোনো ঘর নেই বলেও জানান তিনি।

নাইজেরিয়ায় ছয় মাসব্যাপী বর্ষা মৌসুম শুরু হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর এরই মধ্যে নাইজারের মতো ১৫টি রাজ্যে আকস্মিক বন্যার আশঙ্কার কথা জানিয়েছে, বিশেষ করে বুধবার থেকে শুক্রবারের মধ্যে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024