শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন

এভারেস্টজয়ী শাকিলকে বিমানের শুভেচ্ছা

এভারেস্ট বিজয়ী ইকরামুল হাসান শাকিলকে শুভেচ্ছা জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সংবর্ধনা দেওয়া হয়।

ইকরামুল হাসান শাকিল এভারেস্ট বিজয়ী ৭ম বাংলাদেশি এবং কক্সবাজারের ইনানী বিচ থেকে ১৩৭২ কিলোমিটার দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দিয়ে এভারেস্টের শীর্ষে আহরণ করা প্রথম বাংলাদেশি।

শাকিল আজ বিজি-৩৭২ এ কাঠমুন্ডু থেকে বিকেল ৪টা ৪০ মিনিটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে সংবর্ধনা জানান।

পরে বিমানের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বিমান জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইকরামুল হাসান শাকিলকে শুভেচ্ছা জানাতে পেরে গবি্ত।

গত ১৯ মে নেপালের স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় এভারেস্টের শিখরে আরোহণ করেন শাকিল। ৮৪ দিনে কক্সবাজারের ইনানী সৈকত থেকে এভারেস্ট শিখর পর্যন্ত প্রায় ১ হাজার ৩৭২ কিলোমিটার পথ পায়ে হেঁটে এ অভিযান শেষ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025