বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে চলমান সহযোগিতা সম্প্রসারণের জন্য তিনি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে সাক্ষাতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
ড. ইউনূস বলেন, জাপান এবং বাংলাদেশের মধ্যে সহযোগিতার অনেক ক্ষেত্র রয়েছে, আমি এগুলো আরও এগিয়ে নিতে চাই।
বৃহস্পতিবার (২৯ মে) নিক্কেই ইনকরপোরেটেডের প্রেসিডেন্ট ও সিইও সুয়োশি হ্যাসেবে নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়ার আগে টোকিওর ইম্পেরিয়াল হোটেলে তার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
ব্যস্ত সময়সূচি সত্ত্বেও অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান হ্যাসেবে।
অধ্যাপক ইউনূস জাপানে তার সফরের তৃতীয়দিনে শুক্রবার প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে সাক্ষাৎ করবেন।
সুয়োশি হ্যাসেবের সঙ্গে সাক্ষাৎকালে অধ্যাপক ইউনূস বলেন, আমি নিয়মিত জাপান সফর করতাম, তবে কোভিড-১৯ মহামারির কারণে কিছুটা বিরতি নিতে হয়েছিল। জাপানের সঙ্গে আমার এতগুলো বন্ধুত্ব গড়ে তোলার সুযোগ করে দেওয়ার জন্য আমি নিক্কেই ফোরামের প্রতি কৃতজ্ঞ।
এ সময় হ্যাসেবে আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা ভবিষ্যতেও এ ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবেন। তিনি প্রধান উপদেষ্টাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানান। সাক্ষাতের পর প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরাম ফিউচার অব এশিয়ায় ভাষণ দেন।