রবিবার, ১৫ Jun ২০২৫, ০২:৩৯ পূর্বাহ্ন
অবশেষে মুক্তি পেলেন জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজহারুল ইসলাম। বুধবার (২৮ মে) সকাল ৯টা ৫ মিনিটে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তিরত অবস্থায় কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
এ সময় সকাল তাকে দেখতে শাহবাগ ও বাংলাদেশ মেডিকেল হাসপাতালে ভিড় করেন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মুক্তি পাওয়ার পর হাসপাতালের ই-ব্লকে তাকে ফুলেল সংবর্ধনা দেন জামায়াত আমির ডা. শফিকুর রহমানসহ দলটির শীর্ষ নেতারা।
হাসপাতালে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসিম বিল্লাহ সাহেদী। তিনি বলেন, লাখো ভাইয়ের রক্ত, ঘাম আর বহুমুখী ত্যাগের বিনিময়ে আজহার ভাই মুক্তি পেয়েছেন। আমাদের আজহার ভাই এখন মুক্ত বাতাসে।