রবিবার, ২০ Jul ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের। ২০২৪ সালের ২৬ এপ্রিল অনুষ্ঠিত ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশও নেন তারা। দুজনই প্রিলিমিনারি পরীক্ষায় পাস করেছেন।
প্রিলিমিনারি পরীক্ষার দেওয়ার পরপরই সামনে আসে সরকারি চাকরিতে কোটা ফেরানোর বিষয়টি। ক্ষুব্ধ হয়ে নেমে পড়েন কোটা বাতিলের আন্দোলনে। কোটা সংস্কার দাবিতে গত বছরের জুনের শেষদিক থেকে আন্দোলনে নামেন তারা। এ আন্দোলনে নেতৃত্বে ছিলেন হাসনাত ও সারজিস।
কোটা সংস্কার আন্দোলনের দমন-পীড়ন ও হত্যাযজ্ঞ চালানোয় তা রূপ নেয় গণঅভ্যুত্থানে। ছাত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনার পতনে মাঠে নামেন আপামর সাধারণ জনতাও। এতে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এতে দেশের রাজনৈতিক বাঁকও বদলে যায়।
গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্ররা গঠন করেন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ দলের গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন হাসনাত ও সারজিস। হাসনাত দক্ষিণাঞ্চল এবং সারজিস উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন। এখন তারা পুরোদমে রাজনীতির মাঠে ব্যস্ত।
ঠিক সেসময় ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ঘোষিত সময়সূচি অনুযায়ী—আগামী ২৪ জুলাই থেকে লিখিত পরীক্ষা শুরু হবে। জনমনে প্রশ্ন উঠেছে, যে সরকারি চাকরির জন্য কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আজ দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বে পরিচিতি পেয়েছেন হাসনাত-সারজিস, সেই বিসিএস পরীক্ষায় তারা অংশ নেবেন কি না।
বিষয়টি নিয়ে হাসনাত-সারজিস সরাসরি কিছু না জানালেও এ নিয়ে কথা বলেছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। তিনি বলেন, ‘হাসনাত ও সারজিস ভাই আমাদের জানিয়েছেন, তারা ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন না।’
কী কারণে তারা লিখিত পরীক্ষায় অংশ নেবেন না, তার কারণও ব্যাখ্যা করেছেন বাকের মজুমদার। তার ভাষ্য, ‘তারা বর্তমানে একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন। রাজনীতির মাধ্যমে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করার সুযোগ এসেছে তাদের সামনে। তাই তারা এ সুযোগটা কাজে লাগাতে চান। আপাতত তারা শুধু দেশ ও জাতির কল্যাণে কীভাবে কাজ করা যায়, সেটি নিয়েই ভাবছেন। এ কাজে যতটা সম্ভব নিজেদের ব্যস্ত রাখছেন। চাকরির পরীক্ষায় তারা অংশ নেবেন না।’
জানা যায়, হাসনাত আব্দুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। আর সারজিস প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনিও ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র।
পিএসসির পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৪৬তম বিসিএসের স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই শুরু হবে, যা চলবে ৩ আগস্ট পর্যন্ত। এছাড়া পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০ আগস্ট শুরু হয়ে চলবে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।