রবিবার, ১৫ Jun ২০২৫, ০৩:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরানের একাধিক শহরে ফের ইসরায়েলের হামলা আটকে পড়া ইরানি হাজিদের সব ধরনের সহায়তার নির্দেশ সৌদি বাদশাহর । ইসরায়েলে দেড় শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান তেহরানে আবাসিক ভবনে ইসরায়েলের হামলায় নিহত ৬০ ইসরায়েলের হামলায় ইরানের আরও তিন পরমাণু বিজ্ঞানী নিহত উত্তরায় র‌্যাব পরিচয়ে ‘নগদ’ এজেন্টের কাছ থেকে কোটি টাকা ছিনতাই মামলার চাপ কমাতে আপস-মধ্যস্থতা বাধ্যতামূলক করা গুরুত্বপূর্ণ: আইন উপদেষ্টা পুলিশের কাছে রাইফেল থাকলেও মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কেটে গেছে: জাতীয়তাবাদী সমমনা জোট সরকার ও বিএনপির সমঝোতা রাজনৈতিক সংকট দূর করবে: ইসলামী আন্দোলন

বাংলাদেশে অনুপ্রবেশের সময় ভারতে গ্রেফতার ৮

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের আগে তিন নারী ও ৫ পুরুষকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ থানার পুলিশ। তাদের বাংলাদেশে যাওয়ার ক্ষেত্রে সহায়তা করার অভিযোগে এক ভারতীয় দালালকেও গ্ৰেফতার করা হয়েছে।

জানা গেছে, গত রোববার (২৫ মে) মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের কাছে গৌরিবাগ ব্রীজের ওপর দিয়ে একটি গাড়ি যাচ্ছিল। ওই গাড়িটি দেখে পুলিশের সন্দেহ হয়। গাড়িটি থামিয়ে তল্লাশি শুরু করে।

গাড়িতে বসে থাকা তিনজন নারী ও পাঁচজন পুরুষকে দেখে পুলিশের সন্দেহ হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কিন্তু তারা সঠিক তথ্য দিতে পারছিল না। সে কারণে ওই আটজনকে গ্ৰেফতার করে মুর্শিদাবাদ পুলিশ।

পুলিশ সূত্রে খবর অনুযায়ী, তারা সবাই বাংলাদেশি নাগরিক। তারা বেশ কয়েক বছর আগে ভারতে কাজের উদ্দেশ্যে গিয়েছিল। গুজরাটসহ ভারতের বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন তারা। এখন তারা বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু তার আগেই তাদের গ্রেফতার করা হয়।

ভারতে থাকার কোনো বৈধ নথিপত্র তাদের কাছে ছিল না। তাদেরকে বাংলাদেশে যেতে সাহায্য করার অভিযোগে গ্রেফতার হওয়া ভারতীয় দালাল মুর্শিদাবাদের রানি নগরের বাসিন্দা।

সম্প্রতি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে কড়া অবস্থান নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কয়েকদিন আগেও রাজস্থান থেকে ১৫৩ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে রাজস্থানের যোধপুর থানার পুলিশ। জানা গেছে, এই ১৫৩ জন বাংলাদেশি নাগরিককে রাজস্থানের যোধপুর থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় পাঠানো হয়েছে। সেখান থেকে তাদেরকে বাংলাদেশে পাঠানো হতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024