বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত হলে নষ্ট হওয়ার সুযোগ নেই: নূরুল ইসলাম বুলবুল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের ‘কফিন মিছিল’ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বো : হাসনাত ইসিকে সহযোগিতা করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ’ ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করে যে হুঁশিয়ারি দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট ষড়যন্ত্র করবেন না, দ্রুত নির্বাচন দিন : গয়েশ্বর ১০ দিনের মধ্যে সয়াবিন তেলের সংকট কাটবে : বাণিজ্য উপদেষ্টা এস আলম পরিবারের ৫ হাজার কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ আমিরাতের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন- ব্রিগেঃ জেনারেল (অবঃ) আযমী

এস আলমের ১৭৫ বিঘা জমি জব্দের আদেশ

আলোচিত এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের নামে থাকা ১৭৫ বিঘা সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। যার প্রদর্শিত মূল্য ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

জব্দের নির্দেশ দেওয়া সম্পদের মধ্যে রয়েছে চট্টগ্রামের ১৮নং ওয়ার্ড এলাকায় ১৬ দশমিক ৩৭ শতাংশ জমি যার বাজার মূল্য ১ কোটি ৩৭ লাখ টাকা।

 

একই ওয়ার্ডে ১ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ১৩ দশমিক ৫০ শতাংশ জমি। চট্টগ্রামের ১নং পাথরঘাটা ইউনিয়নে ৮ দশমিক ৫০ শতাংশ জমি। যার বাজার মূল্য ৩ কোটি ৫৪ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা। এটির মালিক এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম।

এছাড়া রাজধানীর গুলশানের ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১০ কাঠা জমি,  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তেজতুরি বাজারে ৫৬ কোটি ৯৬ লাখ টাকা মূল্যের ৯০ দশমিক ৮৮ শতাংশ জমি ও তিন হাজার বর্গফুটের একতলা দালান। ধানমন্ডি আবাসিক এলাকায় ১ বিঘা জমি রয়েছে জব্দের নির্দেশ দেওয়া সম্পদের তালিকায়। এর বাইরে চট্টগ্রামের কর্ণফুলী থানা, পটিয়া, নারায়ণগঞ্জ, সীতাকুণ্ড এলাকার এস আলম ও তাঁর পরিবারের সদস্যদের মালিকানাধীন জমিও জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। 

এর আগে গত ৭ অক্টোবর এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনসহ তার পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

 

অন্যরা হলেন- সাইফুল আলমের পুত্র আশরাফুল আলম, পুত্র আহসানুল আলম, ভাই মোরশেদুল আলম, ভাই সহিদুল আলম, ভাই রাশেদুল আলম, ভাই আবদুস সামাদ, ভাই আবদুস সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস, ভাই ওসমান গণি, ওসমান গণির স্ত্রী ফারজানা বেগম, ভাই মোহাম্মদ আব্দুল্লাহ হাসান ও অজ্ঞাত মিশকাত আহমেদ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024