বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
জব্দের নির্দেশ দেওয়া সম্পদের মধ্যে রয়েছে চট্টগ্রামের ১৮নং ওয়ার্ড এলাকায় ১৬ দশমিক ৩৭ শতাংশ জমি যার বাজার মূল্য ১ কোটি ৩৭ লাখ টাকা।
একই ওয়ার্ডে ১ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ১৩ দশমিক ৫০ শতাংশ জমি। চট্টগ্রামের ১নং পাথরঘাটা ইউনিয়নে ৮ দশমিক ৫০ শতাংশ জমি। যার বাজার মূল্য ৩ কোটি ৫৪ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা। এটির মালিক এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম।
এর আগে গত ৭ অক্টোবর এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনসহ তার পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।
অন্যরা হলেন- সাইফুল আলমের পুত্র আশরাফুল আলম, পুত্র আহসানুল আলম, ভাই মোরশেদুল আলম, ভাই সহিদুল আলম, ভাই রাশেদুল আলম, ভাই আবদুস সামাদ, ভাই আবদুস সামাদের স্ত্রী শাহানা ফেরদৌস, ভাই ওসমান গণি, ওসমান গণির স্ত্রী ফারজানা বেগম, ভাই মোহাম্মদ আব্দুল্লাহ হাসান ও অজ্ঞাত মিশকাত আহমেদ।