শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫১ অপরাহ্ন
আজ বুধবার সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা।
বিদেশে বাংলাদেশের ইমেজ নিয়ে তৌহিদ হোসেন বলেন, ‘ইমেজ একদিনে সৃষ্টি হয় না। একদিনে শেষও হয় না। যারা ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ডুবে মারা যায় তাদের মধ্যে যখন আমাদের সংখ্যা সবচেয়ে বেশি হয়ে যায় ইমেজ কিন্তু তখন ভালো কথা বলে রক্ষা করতে পারবেন না।
তিনি বলেন, ‘আবার যখন আপনার একজন ট্যাক্সিচালক টাকা পেয়ে ফেরত দেয় তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ইমেজ উপরে উঠে। আপনার এমপি যখন দুর্নীতির দায়ে আরেক দেশে গিয়ে জেলে যায় আপনার ইমেজ রক্ষা করা সেখানে কঠিন। সার্বিকভাবে আমরা যা করব সেটা নিয়ে আমাদের ইমেজ হবে। হুট করে কিছু হবে না।
বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে লোকবল সংকটের কথা তুলে ধরেন তৌহিদ হোসেন। তিনি কাতারের উদাহরণ দিয়ে বলেন, ‘যে মিশন ৩০০ পাসপোর্ট বিতরণ করবে তার পক্ষে অন্য কোনো সার্ভিস দেওয়া সম্ভব? আমাদের এখান থেকে নাইটগার্ড হিসেবে যিনি যান তাকে দিয়েও পাসপোর্টে সিল মারাতে হয়। এটা হতে পারে না। এটার জন্য একটা বুদ্ধি বের করতে হবে। একটা সিদ্ধান্ত হয়েছে।