রবিবার, ১৫ Jun ২০২৫, ০২:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরানের একাধিক শহরে ফের ইসরায়েলের হামলা আটকে পড়া ইরানি হাজিদের সব ধরনের সহায়তার নির্দেশ সৌদি বাদশাহর । ইসরায়েলে দেড় শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান তেহরানে আবাসিক ভবনে ইসরায়েলের হামলায় নিহত ৬০ ইসরায়েলের হামলায় ইরানের আরও তিন পরমাণু বিজ্ঞানী নিহত উত্তরায় র‌্যাব পরিচয়ে ‘নগদ’ এজেন্টের কাছ থেকে কোটি টাকা ছিনতাই মামলার চাপ কমাতে আপস-মধ্যস্থতা বাধ্যতামূলক করা গুরুত্বপূর্ণ: আইন উপদেষ্টা পুলিশের কাছে রাইফেল থাকলেও মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কেটে গেছে: জাতীয়তাবাদী সমমনা জোট সরকার ও বিএনপির সমঝোতা রাজনৈতিক সংকট দূর করবে: ইসলামী আন্দোলন

সিটি করপোরেশনকে মাঠের অবৈধ ইজারা বাতিলের আহ্বান পবার

ঢাকা উত্তর সিটি করপোরেশন, শহীদ তাজউদ্দিন স্মৃতি পার্কসহ চারটি মাঠের ইজারা অবিলম্বে বাতিল করার আহ্বান জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।

রোববার (১৮ মে) সংগঠনটির সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দীন সুমনের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, বিগত সময়ে অপারেটর নিয়োগের নামে চারটি মাঠ বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠানের কাছে তুলে দেয় সিটি করপোরেশন। পার্কগুলো হচ্ছে শহীদ তাজউদ্দিন স্মৃতি পার্ক- ইয়ুথ ক্লাবকে, চেয়ারম্যান বাড়ী মাঠ- শহীদ যায়ান চৌধুরী ব্যবস্থা পরিষদকে, কামাল আতাতুর্ক পার্ক- গ্লোবাল ক্যাপাটিসি বিল্ডিং এবং কনসালটেন্সি লিমিটেডকে, বনানী সি ব্লাক পার্ক- এস বি মার্বেল করপোরেশনকে দিয়ে দেয়। ক্লাব ও ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষের প্রবেশ বন্ধ করে, মাঠে ভাড়া দিয়ে ব্যবসা শুরু করে। এ কাজের মাধ্যমে সিটি করপোরেশন এবং ক্লাবসমুহ মাঠ পার্ক আইন লঙ্ঘন এবং আদালতের নির্দেশনা অমান্য করেছে ।

পবা জানিয়েছে, আমরা উত্তর সিটি করপোরেশনকে অপারেটর নিয়োগের নামে মাঠ দখলের সব চুক্তি বাতিলে আহ্বান জানাই। একই সঙ্গে মাঠ থেকে ক্লাবের সব অবৈধ স্থাপনা অপসারণ এবং ভাঙা, মাঠটি মাস্টার প্ল্যান অনুসারে সংস্কার, মাঠে সিটি করপোরেশনের নিরাপত্তা প্রহরী নিয়োগ, শিশুদের অবাধ প্রবেশ নিশ্চিত, মাঠসমূহ দখল করে সরকারি সম্পত্তি ক্ষতি এবং ভোগকারী প্রতিষ্ঠান থেকে ক্ষতিপূরণ আদায়ের আহ্বান জানাই। আমরা রাজউক এবং গণপূর্ত মন্ত্রণালয়কে মাঠ, পার্ক জলাধার আইন সংশোধনে দাবি জানাই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024