রবিবার, ১৫ Jun ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
মেহেরপুর প্রতিনিধি
প্রধান উপদেষ্টার একান্ত সহকারী (ঐকমত্য) সাংবাদিক মনির হায়দার বলেছেন, কৃষি আর প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতির মেরুদন্ড। প্রবাসীদের মর্যাদা দেওয়াসহ বিভিন্ন উন্নয়নমুলক কাজ করছে বর্তমান অন্তবর্তীকালীণ সরকার। শনিবার বেলা দুপুরে মেহেরপুর শিল্পকলা একাডেমিতে প্রবাসীদের মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি প্রদান, প্রবাসে মৃতের পরিবারকে আর্থিক অনুদান, বীমা সুবিধা ও মৃত্যুজনিত চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার গোলাম সারোয়ার ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই চেক বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন– প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচীব ড. নেয়ামত উল্যাহ ভূঁইয়া, খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ, মেহেরপুর পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম পিপিএম প্রমুখ।
সাংবাদিক মনির হায়দার আরও বলেন, অনেকে গার্মেন্টস শিল্পকে অর্থনীতির চালিকা শক্তি বলে থাকেন। কারণ, এই শিল্পেও দেশের প্রায় ৪০/৫০ লক্ষ লোক কাজ করেন। আমাদের গার্মেন্টস শিল্পে ৫০ লক্ষ লোক কাজ করলেও প্রবাসী শ্রমিকের তিন ভাগের এক ভাগ। আমাদের প্রায় দেড় কোটি মানুষ প্রবাসে রয়েছেন। সে বিবেচনায় কৃষির পরেই আমাদের অর্থনীতিতে প্রবাসীদের অবদান। গার্মেন্টস সেক্টরে পণ্য রপ্তানি করে ৩৫ বিলিয়ন ডলার আয় হয়। তবে বিদেশ থেকে কাঁচামাল আমদানি করতে আবার ৩২ বিলিয়ন ডলার খরচ করতে হয়। তাই গার্মেন্টস সেক্টর থেকে আমাদের অর্থনীতিতে যোগ হয় ৩ বিলিয়ন ডলার। অথচ প্রবাসীদের থেকে আয় হয় ২৫ বিলিয়ন ডলার। যার পুরোটাই অর্থনীতিতে যোগ হয়। সুতরাং প্রবাসীদের আয় আমাদের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, অতীতের সরকারগুলো প্রবাসীদের মর্যাদা ও গুরুত্ব দেওয়া নিয়ে অনেক কথা বলেছেন। অথচ তারা প্রবাসীদের জন্য তেমন কিছুই করেননি। ড. ইউনুসের সরকার আসার পর এক মাসের মধ্যেই বিমানবন্দরে প্রবাসীদের জন্য একটি লাউঞ্জ চালু করেছে। সেই লাউঞ্জে প্রবাসীরা যাওয়া এবং আসার সময় বসে বিভিন্ন রকম সেবা পাচ্ছেন। প্রবাসীদের সমস্যা সমাধানে আরও নানা পদক্ষেপ নেওয়া হয়েছে।
চেক বিতরণ অনুষ্ঠানে মেহেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দীন খান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক অ্যাডভোকেট সাকিল আহমাদ, জজকোর্টের পাবলিক প্রসিকিউটর সাদ্দাম হোসেন, জেলা বিএনপির নেতা ও আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, জামায়াতের মেহেরপুর জেলা শাখার সেক্রেটারী ইকবাল হোসাইন, বিএনপি নেতা আনোয়ারুল হক কালু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহেরপুর জেলা শাখার সদস্য সচীব মোজাহিদুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার ৫৪ জন প্রবাসী, প্রবাসে গিয়ে মৃত্যুবরণকারী ও ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পরিবারকে বীমার এক কোটি ৯৩ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।