মঙ্গলবার, ১৭ Jun ২০২৫, ০১:০৩ অপরাহ্ন
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৭২ আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৬৯৩ জন। সোমবার (১২ মে) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৭২ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৬৯৩ জনসহ মোট গ্রেফতার করা হয়েছে ১৬৬৫ জনকে।
অভিযানিক কার্যক্রমে একনলা বন্দুক তিনটি, শর্টগান একটি, দুটি এলজি, সাত রাউন্ড গুলি, ৪টি লেডবলের গুলি, চারটি চাকু, বার্মিজ চাকু তিনটি, চাপাতি দুটি, দুটি চাইনিজ কুড়াল, পাঁচটি হাসুয়া, দুটি রামদা এবং ছয়টি ঢাল জব্দ করা হয়েছে।
বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানায় পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তা।