বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
সংঘর্ষের সময় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এসময় পাঁচটি সিএনজি এবং একটি বাসে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় অন্তত ৩০টি সিএনজি। পরে বিপুল সংখ্যক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, গত কয়েক বছর ধরে ভোলা-চরফ্যাশন- ইলিশা সড়কে সিএনজি চলাচল করছে। এতে বাসের যাত্রী সংখ্যা দিন দিন কমছে। অপরদিকে সিএনজির সংখ্যা বাড়ছে।
এ বিষয়ে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাচ্চু মোল্লা জানান, পৌরসভার নির্দেশ অনুযায়ী সিএনজি মালিকদের আমরা স্ট্যান্ড থেকে সিএনজি সরিয়ে নিতে বলেছি। এ কারণে তারা উত্তেজিত হয়ে আমাদের বাসে আগুন ধরিয়ে দেয়। পরে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
এ বিষয়ে সিএনজি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. হারুন জানান, বাস মালিক সমিতির লোকজন পরিকল্পিতভাবে তাদের উপর হামলা করেছে। বাস মালিক সমিতির লোকেরা স্টান্ড থেকে তাদের সব বাস আগে অন্যত্র সরিয়ে নিয়ে তারপর সিএনজির উপরে হামলা করেছে এবং আগুন দিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার সরকার বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এদিকে জেলার প্রশাসক মো. আজাদ জাহান এবং পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।