বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
আমার বক্তব্যকে ভুলভাবে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে: মির্জা ফখরুল জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের সুযোগ নেই: জামায়াত আমির জুলাই সনদের আইনি ভিত্তি মুহাম্মদ ইউনূসের মাধ্যমেই হতে হবে: সারজিস জুলাই সনদ ও গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ চায় ৮ দল ১৩ নভেম্বর বাকশালপন্থীরা রাস্তায় নামলে মোকাবিলা করা হবে : মামুনুল হক সম্মিলিত ছাত্র সংসদের বিবৃতিতে দেশব্যাপী চিরুনি অভিযান পরিচালনার দাবি শাবিপ্রবির মেয়েদের হলে পানির ফিল্টার দিল শিবির নির্বাচন বানচালের চেষ্টা করছে আওয়ামী লীগ: প্রেস সচিব ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ ঘিরে পরিস্থিতি স্বাভাবিক থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ফ্যাসিবাদী গুম-খুন ও লুটপাট নিয়ে ঢাকার ১০ পয়েন্টে প্রামাণ্যচিত্র প্রদর্শনী বুধবার

ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনায় ২৬ পর্যটকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে হামলা চালায় ভারত। ওই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। কাশ্মীরের হামলার জন্য শুরু থেকেই ভারত পাকিস্তানকে দায়ী করে আসছে কিন্তু ইসলামাবাদ এ ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এদিকে ‘অপারেশন সিঁদুর’ এর প্রতিশোধ হিসাবে পাকিস্তানও অভিযান শুরু করেছে। এর নাম দেওয়া হয়েছে, ‘অপারেশন বুনিয়ান-মারসুস’। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে, ভারত নতুন করে তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর জবাবে ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।

এখন অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে পাকিস্তানের অভিযানের নাম ‘অপারেশন বুনিয়ান-মারসুস’ কেন রাখা হয়েছে? আরবি শব্দগুচ্ছ ‘বুনিয়ান মারসুস’ শব্দের আক্ষরিক অর্থ হলো- সীসার গাঁথুনির মতো একটি অটুট কাঠামো।

পবিত্র কোরআনের সুরা আস-সাফ-এর ৪ নং আয়াতে এটা বলা হয়েছে। এই বাক্যাংশ ইসলামে ঐক্য, শৃঙ্খলা এবং দুর্নিবার প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়। মূলত এখান থেকেই পাকিস্তানের অভিযানের নামকরণ করা হয়েছে।

 

অপরদিকে ভারতীয় গণমাধ্যমের দাবি অনুযায়ী, পহেলগামে ২৫ নারী বিধবা হয়েছেন যাদের বেশির ভাগই চোখের সামনেই স্বামীর মৃত্যু দেখেছেন। এদের মধ্যে একজনের বিয়ে হয়েছিল মাত্র কয়েকদিন আগে।

সিঁদুর হিন্দু নারীরা বিয়ের প্রতীক হিসেবে ব্যবহার করেন। ভারতের হামলার নাম অপারেশন সিঁদুর রাখা হয়েছে মূলত ওই হামলায় স্বামী হারানো নারীদের ক্ষত এবং কষ্টের কথা তুলে ধরে। তাদের সঙ্গীদের চোখের সামনে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

বেশ কিছু সূত্রের বরাত দিয়ে পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন সিঁদুর’ নামটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পছন্দে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025