মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৭:৩৬ অপরাহ্ন

শিরোনাম :

তরুণদের মন বুঝতে হবে, ভোটের জন্য তরুণরা জীবন দেয়নি হাসনাত আব্দুল্লাহ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, কেবলমাত্র ভোটের জন্য তরুণরা জীবন দেয়নি, তরুণদের মন বুঝতে হবে। তরুণদের ভাষা বুঝতে প্রবীণ রাজনীতিকরা ব্যর্থ হয়েছে। তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুর্নবাসনের পরিকল্পনা করছে। আগে খুনি হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ খুনিদের বিচার করতে হবে।

তারপর আলোচনা হবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি, পারবে না। 

সোমবার বিকালে চুয়াডাঙ্গায় আয়োজিত এক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি নাগরিক, আহত ও শহিদ পরিবারের সঙ্গে তরুণ নাগরিকদের সমন্বয়ে গঠিত জাতীয় নাগরিক কমিটির চুয়াডাঙ্গা রাইজিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক।

 

স্থানীয় সংগঠক সাফফাতুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই আমরা তরুণ প্রজন্ম যতদিন রাজপথে আছি আমাদের শেখ হাসিনা কিনতে পারে নাই, আপনারাও আমাদের কিনতে পারবেন না, কোনো রাজনৈতিক দল আমাদের কিনতে পারবে না। এই তরুণ প্রজন্ম দ্ব্যর্থ কণ্ঠে বলতে চাই আপনারা আমাদের আসনের লোভ দেখাবেন, পার্লামেন্টে কোন সিট দিয়ে আমাদের কিনতে পারবেন না। জাতির প্রতি যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার প্রতিফলন ঘটাতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024