শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০১:২৫ অপরাহ্ন
নিহতরা হলেন, ইউএস বাংলা এয়ারলাইন্সের রাজশাহীর সিনিয়র এক্সিকিউটিভ অফিসার জাহিদ আলম (৪৫)। তিনি রাজশাহী মহানগরীর শিরোইল কলোনী এলাকার রফিকুল ইসলামের ছেলে।
দুর্ঘটনার পরে ঘটনাস্থলে জাহিদ আলমের মৃত্যু হয়েছে। আর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পলাশের মৃত্যু হয়। এ ঘটনায় আহত তানোরের গোল্লাপাড়া এলাকার গোবিন্দ এর ছেলে ভূপেন (২৬) ও একই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে রিয়াজকে (৩০) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশও স্থানের সূত্রে জানা গেছে, দেবীপুরে এলাকা দিয়ে মোটরসাইকেল করে তারা যাচ্ছিল। এসময় একটি খড় বোঝাই গাড়ি ওভারটেক করার সময় বিপরীতমুখী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আরও একজনের মৃত্যু হয়। আর আহত দুইজনকে হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য।
তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে, দুইজন আহত হয়েছেন। এ ঘটনায় মামলা হবে।