Editor Panel
- ২৭ জানুয়ারী, ২০২৫ / ৩৩ Time View
রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জের জামতলা নামকস্থানে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলে মোজাহিদ (১৭) ও আনিছুর রহমান রানু (৩৫) নামে দুইজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামতলায় ২টি মোটরসাইকেলে চারজন আরোহী ছিলেন।
দু’দিক দিয়ে দু’টো মোটরসাইকেল দ্রুত গতিতে এলে সংর্ঘষ ঘটে। এতে পাঁচগাছির ইউপি’র কদমতলি বাজারের আতোয়ারের ছেলে মোজাহিদ (১৭) ঘটনাস্থলে ও উপজেলা সদরের ওসমানপুরের আব্দুস কুদ্দুস ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান রানুর (৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। এছাড়াও উপজেলা সদরের ওসমানপুরের মৃত হুজুর আলীর ছেলে রেজাউল (৪২) ও পাঁচগাছির ইউপি’র কদমতলি বাজারের আমিনুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (৩০) গুরুত্বর আহত হয়। আহতদের আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।