শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
রবিবার (২৭ জানুয়ারি) সাতক্ষীরার তালায় জামায়াত ইসলামের বার্ষিক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তবে তিনি এসব কথা বলেন।
জুলাই বিপ্লবে ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে হতাহতদের স্মরণ করে গোলাম পারোয়ার বলেন, সোনার বাংলায় দুই হাজার ছাত্র-জনতা জীবন দিল, আহত হল চার হাজার। তাদের এই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে। ওরা নতুন বাংলাদেশ দেখে যেতে পারলো না।
তিনি আরও বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে নির্বাচন সুষ্ঠ করার চেস্টা করতে হবে। এখন নতুন করে জামায়াতের বিরুদ্ধেও ষড়যন্ত্র হচ্ছে।
তালা উপজেলা জামায়াত ইসলামের আমির মাওলানা মো. মহিবুল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জতউল্লাহ, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারী ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় শূরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর ডা. শেখ মাহমুদুল হক, জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমার, সহকারী সেক্রেটারী অধ্যাপক গাজী সুজায়েত আলী, সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক।
এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান, কেশবপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোক্তার আলী, জেলা কর্মপরিষদ সদস্য ও শিবিরের সাবেক সভাপতি খোরশেদ আলম, মাওলানা কবিরুল ইসলাম, শাহ আলম, শিবির সভাপতি আল মামুন, ইয়াকুব প্রমুখ।