মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ১১:০০ অপরাহ্ন

বিএনপির শ্রমিক সমাবেশ চলছে, যোগ দিয়েছেন শীর্ষ নেতারা

মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ মে) দুপুর ২টায় এই সমাবেশ শুরু হয়।

জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত সমাবেশে এরই মধ্যে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়েছেন। পাশাপাশি বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ৬০-৭০ হাজার নেতাকর্মিরা।

সমাবেশ ঘিরে সকাল থেকেই রাজধানী ও আশপাশের জেলা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন।

সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনেকেই রঙিন ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও ঢোল নিয়ে উপস্থিত হন।

সমাবেশ শুরুর আগে মঞ্চে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা সংগীত পরিবেশন করেন। গান গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা, মৌসুমীসহ কয়েকজন শিল্পী।

সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, আব্দুস সালাম পিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মজিবুর রহমান সারোয়ার, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, জাসাসের আহ্বায়ক হেলাল খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও শিমুল বিশ্বাস উপস্থিত রয়েছেন

এদিকে, আইনশৃঙ্খলা রক্ষায় সমাবেশস্থলে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। যান চলাচল স্বাভাবিক থাকলেও জিরো পয়েন্ট থেকে পল্টনমুখী সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024