রবিবার, ১৫ Jun ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
ইরানের একাধিক শহরে ফের ইসরায়েলের হামলা আটকে পড়া ইরানি হাজিদের সব ধরনের সহায়তার নির্দেশ সৌদি বাদশাহর । ইসরায়েলে দেড় শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান তেহরানে আবাসিক ভবনে ইসরায়েলের হামলায় নিহত ৬০ ইসরায়েলের হামলায় ইরানের আরও তিন পরমাণু বিজ্ঞানী নিহত উত্তরায় র‌্যাব পরিচয়ে ‘নগদ’ এজেন্টের কাছ থেকে কোটি টাকা ছিনতাই মামলার চাপ কমাতে আপস-মধ্যস্থতা বাধ্যতামূলক করা গুরুত্বপূর্ণ: আইন উপদেষ্টা পুলিশের কাছে রাইফেল থাকলেও মারণাস্ত্র থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কেটে গেছে: জাতীয়তাবাদী সমমনা জোট সরকার ও বিএনপির সমঝোতা রাজনৈতিক সংকট দূর করবে: ইসলামী আন্দোলন

রাজধানীতে জামায়াতের বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প

রাজধানীর শ্যামলী, মিরপুর ও কল্যাণপুর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের দ্বিতীয় দিনে সহস্রাধিক মানুষ চিকিৎসাসেবা পেয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল থেকে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মেডিকেল ক্যাম্প শুরু হয়। দলটির ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা এ আয়োজন করে। বিকেলে চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা-১৪ আসনের (মিরপুর-কল্যাণপুর) জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসিম (আরমান)।

জানা গেছে, মেডিকেল ক্যাম্পে ফ্রি প্রেসক্রিপশনের পাশাপাশি ব্লাড প্রেসার, গ্লুকোজ টেস্টসহ বেশ কয়েকটি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ সরবরাহ করা হয়।

এসময় ব্যারিস্টার আরমান বলেন, স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার। সেই অধিকার নিশ্চিত করতে আমরা সব সময় মানুষের পাশে থাকতে চাই।

 

তিনি বলেন, আমরা এখন মুক্ত বাতাসে অবস্থান করছি। যখন আমরা ক্ষমতায় ছিলাম না, তখনও জনগণের পাশে ছিলাম। এখনো আমরা সেই অবস্থান থেকে মানুষের সেবা দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ যদি সহায় হন এবং জনগণ যদি আমাদের পাশে থাকে, তাহলে জনগণের ভাগ্য পরিবর্তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যথেষ্ট সক্ষমতা রয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা-১৪ আসনের মানুষের পাশে জামায়াতে ইসলামী সব সময় থাকবে। আমরা আপনাদের সহযোগিতা চাই, এবং বিশ্বাস করি এই সহযোগিতার মাধ্যমেই একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

 

এসময় আরও উপস্থিত ছিলেন মেডিকেল থানার সভাপতি ডা. খালিদুজ্জামান।

ক্যাম্পে সেবা নিতে আসা একজন স্থানীয় বাসিন্দা বলেন, চিকিৎসা খরচ এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। এমন বিনামূল্যের স্বাস্থ্যসেবা আমাদের জন্য বড় সহায়তা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024