রবিবার, ১৫ Jun ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
রাজধানীর শ্যামলী, মিরপুর ও কল্যাণপুর এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিন দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের দ্বিতীয় দিনে সহস্রাধিক মানুষ চিকিৎসাসেবা পেয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল থেকে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় মেডিকেল ক্যাম্প শুরু হয়। দলটির ঢাকা মহানগরী উত্তরের মেডিকেল থানা এ আয়োজন করে। বিকেলে চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা-১৪ আসনের (মিরপুর-কল্যাণপুর) জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসিম (আরমান)।
জানা গেছে, মেডিকেল ক্যাম্পে ফ্রি প্রেসক্রিপশনের পাশাপাশি ব্লাড প্রেসার, গ্লুকোজ টেস্টসহ বেশ কয়েকটি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ সরবরাহ করা হয়।
এসময় ব্যারিস্টার আরমান বলেন, স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার। সেই অধিকার নিশ্চিত করতে আমরা সব সময় মানুষের পাশে থাকতে চাই।
তিনি বলেন, আমরা এখন মুক্ত বাতাসে অবস্থান করছি। যখন আমরা ক্ষমতায় ছিলাম না, তখনও জনগণের পাশে ছিলাম। এখনো আমরা সেই অবস্থান থেকে মানুষের সেবা দেওয়ার চেষ্টা করছি। আল্লাহ যদি সহায় হন এবং জনগণ যদি আমাদের পাশে থাকে, তাহলে জনগণের ভাগ্য পরিবর্তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যথেষ্ট সক্ষমতা রয়েছে।
তিনি আরও বলেন, ঢাকা-১৪ আসনের মানুষের পাশে জামায়াতে ইসলামী সব সময় থাকবে। আমরা আপনাদের সহযোগিতা চাই, এবং বিশ্বাস করি এই সহযোগিতার মাধ্যমেই একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন মেডিকেল থানার সভাপতি ডা. খালিদুজ্জামান।
ক্যাম্পে সেবা নিতে আসা একজন স্থানীয় বাসিন্দা বলেন, চিকিৎসা খরচ এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। এমন বিনামূল্যের স্বাস্থ্যসেবা আমাদের জন্য বড় সহায়তা।